জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য আবেদন

যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে

  • ১. ধর্মান্তরের পরিপ্রেক্ষিতে নামের পরিবর্তন একটি আমুল পরিবর্তন। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণকের (যেমন: ম্যাজিস্ট্রেটের দ্বারা করা এফিডেভিট, কোথায়, কোন সাক্ষীর উপস্থিতিতে ধর্মান্তরিত হয়েছে, কার দ্বারা ধর্মান্তরিত হয়েছে, বর্তমানে ধর্মান্তরিত অবস্থায় আছে কিনা) এর প্রমানিক জমা দিতে হবে।
  • ২. জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এর সনদের প্রমান বা জাতীয় পরিচয়পত্র লাগবে।
  • ৩. পিতা-মাতার নামের সাথে কোন অংশ সংযোজন বিয়োজন করতে পিতা-মাতার জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবে।
  • ৪. নিজ / পিতা / মাতা / পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা নিজ / পিতা / মাতা / পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ।